Header Ads

Header ADS

এবার উইন্ডোজ ফোনেও ব্যবহার করুন ফেসবুক সহ ব্লক হওয়া সকল ওয়েবসাইট!

হ্যালো টিউন্সফেয়ার কমিউনিটি,
কেমন আছেন? মনে হয় না ভালো, কারন সোশ্যাল নেটওয়ার্কিং বন্ধ।
নিরাপত্তা জনিত কারনে সরকার বন্ধ করে দিয়েছে ফেসবুক, হোয়াটসএপের মতো আমাদের প্রিয় গুরুত্বপুর্ন সাইট গুলো।
কিন্তু, আমাদের গায়ে যখন একবার টেকের হাওয়া লেগেই গেছে তখন আমরাও কি আর থেমে থাকতে পারি?
তো বেশি বকাবকি না করে শুরু করা যাক আজকের টিউন কিভাবে উইন্ডোজ ফোনে  সহ ব্লক হওয়া সকল ওয়েবসাইট ভিজিট করবেন।
প্রথমে আপনার উইন্ডোজ মোবাইলের এপ্স স্টোরে যান,তারপর Hotspot Shield Free VPN, নতুবা  https://www.microsoft.com/en-us/store/apps/hotspot-shield-free-vpn/9wzdncrdfng7 
এই লিঙ্কে গিয়ে এপটি ডাওনলোড করে নিন।
তারপর এপটি ওপেন করুন,
এপটি ওপেন হলে আপনার ইমেইল আইডি  দিয়ে লগিন করুন।
তারপর
এরপর উপরের ছবির মত পর্দা আসবে,  বাকিগুলো আপনি নিজেই বুঝতে পারবেন।

না বুঝলে এই ভিডিওটি দেখতে পারেন, উল্লেখ্য এই ভিডিওটি আমার তৈরি নয়।
এটা কালেক্টেড।
সো হ্যাপি ফেসবুকিং!

No comments

Powered by Blogger.