মাইক্রোসফট ওয়ার্ডের শক্তিশালী ১৫ টি কি-বোর্ড শর্টকাট।
আমরা প্রায় সবাই প্রতিদিনই মাইক্রোসফট ওয়ার্ড ব্যবহার করে থাকি, কিন্তু সেই সেকেলে নিয়মে।
কিন্তু আজকের এই টিউনটি পড়ার পর আশা করি আপনাদের এম,এস ওয়ার্ড ব্যবহারের নিয়ম কিছুটা পালটে যাবে।
আজ আমি আপনাদের শিখিয়ে দিবো এম,এস ওয়ার্ডের কিছু শর্টকাট এবং সেগুলোর ব্যবহার।
তাহলে চলুন শুরু করিঃ
- Alt + F10: ফ্রন্ট চেইঞ্জ করা।
- Ctrl + F1: রিবন শো করা অথবা রিমোভ করা।
- Ctrl + K: টেক্সটের মদ্ধ্যে হাইপারলিংক যুক্ত করা।
- Ctrl + F: সার্চ বক্স।
- Alt + Ctrl + S: Split করা অথবা রিমোভ করা।
- Ctrl + Backspace: লেফট সাইট থেকে ওয়ার্ড রিমোভ করা।
- Shift + F3: শব্দের ধরন পরিবর্তন করা।
- Alt + Shift + W: লাইনের নিচে আন্ডারলাইন যুক্ত করা।
- Ctrl + 1:
- Ctrl + 2: সিঙ্গেল লাইন স্পেস দেয়া।
- Ctrl + 5: ডাবল লাইন স্পেস দেয়া।
- Ctrl + Y: রেডো করা।
- Ctrl + Enter: পেজ ব্রেক করা
- Ctrl + W: ডকুমেন্ট ক্লোস করা।
- Ctrl + F4: প্রোগ্রাম ক্লোস করা।
No comments