ভিডিও ট্যাগিং আনছে ফেসবুক।
একের পর এক চমক দেখানোর পরে এবার ভিডিও ট্যাগিং সার্ভিস নিয়ে আসছে ফেসবুক, যেখানে ভিডিও থেকে মানুষের চেহারা শনাক্ত করা যাবে। অর্থাৎ ভিডিও তে থাকা মানুষের ছবি দেখে নাম বলে দিবে ফেসবুক। তথ্য ও প্রযুক্তি বিষয়ক ম্যাগাজিন ম্যাশেবলকে এ তথ্য জানিয়েছে ফেসবুকের অ্যাপ্লাইড মেশিন লার্নিয়ের পরিচালক জোয়াকুইন কুইনোনেরো কানডেলা। ফেসবুক বার্ষিক এফ৮ ডেভেলপার সম্মেলন এ তিনি ম্যাশবলকে বলেন, ভিডিও ট্যাগিং প্রযুক্তির উন্নয়ন ব্যাক্তিকে নিয়ে আমাদের গবেষনাকে আরো সহজ করবে। বিষয়টি ভবিষ্যৎ কে আরো সহজ করবে জানিয়ে তিনি বলেন, ভিডিওর নির্দিষ্ট ফ্রেমে ঠিক কোথায় ব্যাক্তিটি উপস্থিত ছিলেন তাও বলতে পারবে এই কৃত্রিম বুদ্ধিমত্তার এই সফটওয়্যার। ফলে শুধু ব্যাক্তিকেই নয় ঠিক কোন সময়ে এবং কোন জায়গায় উপস্থিত ছিলেন সেটাও জানানো সম্ভব হবে। ইতিমধ্যেই ফেস ডিটেক্টিং এর একটি শক্তিশালী প্রযুক্তি রয়েছে ফেসবুকে আর ভিডিও ট্যাগিং এতে দিবে আরো নতুনত্ব। কানডেলা আরো জানান, স্বয়ংক্রিয় ক্যাপশন দেয়ার প্রযুক্তি নিয়েও ভাবছে ফেসবুক।
সুত্রঃ ইন্টারনেট
No comments