Header Ads

Header ADS

বিক্রি করা হবে অন্যতম সার্চ ইঞ্জিন ইয়াহু!

যুক্তরাষ্ট্রের অনলাইন সেবা দাতা প্রতিষ্টান ইয়াহু বেশ কয়েক বছর ধরেই ধুকে ধুকে চলছে।
এই প্রতিষ্টানটি ১৯৯৫ সালের মার্চ মাসের ২ তারিখ প্রতিষ্টিত হয়। ব্যবসা-বানিজ্য বিষয়ক মার্কিন দৈনিক ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে,ইয়াহুর বোর্ড মিটিং এ সাম্প্রতিক কালে কোম্পনিটির মুল ব্যবসা বিক্রি করে দেয়ার ব্যাপারে আলোচনা করা হয়। ইয়াহুর অধিনে আলীবাবার যে শেয়ার তা, আর মুল ইন্টারনেট ব্যবসার মধ্যে কোনটি বিক্রি করা হবে নাকি দুটিই বিক্রি করা হবে তা নিয়ে মিটিং এ আলোচনা করা করেছেন পরিচালকরা।
চীনা ই-কমার্স কোম্পানি আলিবাবার ইয়াহুতে যে শেয়ার আছে তা কিভাবে আরো লাভজনক উপায়ে ব্যবহার করা যায় তা নিয়েও বিশ্লেষন করেছেন মারিয়া মেয়ারের নেতৃত্বাধীন এই প্রতিষ্টান।
জানা যায়, ইন্টারনেট ভিত্ত্বিক সেবা থেকে প্রত্যাশানুযায়ি মুনাফা আয় করতে ব্যার্থ হওয়ার এই সিন্ধান্ত নিয়েছেন পরিচালকগন।
এর আগেও একবার ২০০৮ সালে ইয়াহুকে কিনতে চেয়েছিল মাইক্রোসফট, তবে শেষ পর্যন্ত সেটা আর সফল হয় নি।
আজ এতোটুকুই পরের বার আবার হাজির হবো আরো অজানা তথ্যের সাথে, ততক্ষনে ভালো থাকুন।
আল্লাহ হাফেজ

1 comment:

Powered by Blogger.